শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার সাত মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক পৃথক আবেদনে এ আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
সাজ্জাদের বিরুদ্ধে ১০টি খুনসহ মোট ১৯টি মামলা রয়েছে। অপরদিকে তামান্নার বিরুদ্ধেও একাধিক খুনসহ মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে সম্প্রতি সাত মামলায় তারা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জামিনে মুক্ত করতে ‘বান্ডিল বান্ডিল টাকা’ ছোড়ার কথা উল্লেখ করে তামান্নার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাকেও গ্রেফতার করা হয়।