দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদুল ইসলাম।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের কানাগরি হরিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদুল ইসলাম বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শাহাদুল ইসলাম মোটরসাইকেলে হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দিনাজপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের শনাক্তে অভিযান চলছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।