যশোর আটক বাউল শিল্পী আবুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্দন ও বিক্ষোভ মিছিল
খোদাদ্রোহী বক্তব্যের কারণে আটক বাউল শিল্পী আবুল সরকারের বিচার ও অক্ষর শিশু শিক্ষালয়ে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে যশোরে। সচেতন মুসল্লী সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাদ জুম্মা প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে মুসল্লীরা বলেন, বাউল আবুল হোসেন পবিত্র মুসলিম ধর্মের চরম অবমাননা করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমময় বক্তারা যশোর শহরের প্রধান ডাকঘরের সামনে অবস্থিত অক্ষর শিশু শিক্ষালয় মেয়ে শিশু শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধের প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি ওবায়দুল্লাহ সাকির, আব্দুর রহমানসহ অন্যান্য মুসল্লীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্ত্বরে গিয়ে শেষ হয়।