নেত্রকোণার মদন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!
নেত্রকোণার মদন উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মদন ইউনিয়নের ফেকনি গ্রামের হাওর এলাকায় লাশটি দেখতে পান স্থানীয় কৃষকরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে হাওরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
মদন থানার ওসি শামসুল আলম শাহ বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী হতে পারেন। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তি মদন উপজেলাসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআইকে জানানো হয়েছে। তারা পরিচয় শনাক্তের কাজ শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করবে।