চুয়াডাঙ্গার আলুকদিয়ায় সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত ও আহত ২!
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় বাসের চাপায় পাখিভ্যানের এক যাত্রী নিহত এবং ২ জন আহত হয়েছে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি দ্রুতগামী বাস আলুকদিয়া এলাকায় একটি পাখিভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে পারভিন সুলতানা পপি (৪০) নামে এক গৃহবধু নিহত হয। এসময় পারভিনার মেয়ে আরিফা খাতুন (১৬) ও পাখি ভ্যানচালক রমজান আলী গুরুতর আহত হন। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং নিহতের লাশ সদ]র হাসাপাতাল মর্গে রাখা হয়েছে। বাসের স্টাফরা পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশি অভিযান চলছে।