ইসলামপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের মানববন্ধন–বিক্ষোভ!
জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারী ভোটাররা।
গত শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলী বাজার এলাকায় কয়েক হাজার নারী এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন, জামালপুর-২ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিত ছিলেন। তাই সুলতান মাহমুদ বাবুর পরিবর্তে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে ইসলামপুর–উলিয়া সড়কের আমতলী বাজার এলাকায় তারা অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
উল্লেখ্য, ইসলামপুর উপজেলার এ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীরা ৩ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন।