দশটি মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার
দশটি মামলায় সাজাপ্রাপ্ত ও একটি সিআরসহ মোট এগারটি মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা'র সার্বিক দিকনির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, এসআই মোঃ বাবলু খাঁন, এএসআই ( মোঃ রোকন উদ্দিন, এএসআই মোঃ আসাদুল হক, এএসআই মোঃ রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কুষ্টিয়া সদর থানাধীন কালিশংকরপুর এলাকায় আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক এগারটি ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জিয়াউর রহমান (৬২) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জিয়াউর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপেজলার আইলহাস গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে। তিনি মেসার্স বিশ্বাস খাদ্য ভান্ডারের প্রোপাইটার।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।