পারিবারিক বিরোধের জেরে যশোরে নাত জামায়ের হাতে খুন নানা শ্বশুর!
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন (৭০)। তিনি মৃত বজলুর রহমানের ছেলে। ঘটনার সময় তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও পরিবারের আরও কয়েকজন আহত হন।
পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে মহিউদ্দিনের নাতনীর সঙ্গে পাগলাদাহ গ্রামের এক যুবকের বিবাহ বিচ্ছেদ হয়। গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে ঐ যুবক ও আরও কয়েকজন নাতনীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মহিউদ্দিনসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর অবস্থায় মহিউদ্দিনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।