জামালপুরে তিন গরু চোরকে গণপিটুনি, পিকআপে আগুন!
জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের শীতুলকুর্শা গ্রামে তিন গরু চোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে সংঘবদ্ধ গরু চোর চক্র গ্রামে প্রবেশ করলে তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দেয়। গ্রামের শেষ মাথায় একটি বিলে পিকআপ ভ্যান আটকে গেলে উত্তেজিত জনতা চোরদের ধরে পিটুনি দেয় এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আহত তিন চোরকে আটক করেছে সদর থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রশীদ দুলাল ঘটনাটি নিশ্চিত করে বলেন, "আজ ভোরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতুলকুর্শা গ্রামে একটি সংঘবদ্ধ গরু চোর চক্র প্রবেশ করে। চোরদের উপস্থিতি বুঝতে পেরে ধাওয়া দেয় স্থানীয়রা। এক পর্যায়ে গ্রামের শেষ মাথায় একটি বিলের ধারে চোরদের পিকআপ ভ্যানটি আটকে যায়। পরে উত্তেজিত জনতা পিকআপে থাকা তিন চোরকে গণপিটুনী দিয়ে আটকে রাখে। এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। "