কাউখালীর দুর্গম পাহাড়ে অসহায় সেবা প্রত্যাশীদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা!
রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর স্বাস্থ্য সচেতনতামূলক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
গতকাল সোমবার (১০ নভেম্বর) উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হারাঙ্গী পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় সেবা প্রত্যাশীদের মাঝে এ চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্প পরিচালনাকালে রাঙামাটি জোনের মেজর মিনহাজুল আবেদিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্প পরিচালনার মূল উদ্দেশ্যে হলো পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরতরা অত্যন্ত হতদরিদ্র হয়। তারা সারা বছর চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে থাকে। যে কারণে সেনাবাহিনী এসব সুবিধাবঞ্চিত সেবা প্রত্যাশীদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও দুর্গম এলাকায় বসবাসরত সেবা প্রত্যাশীদের পাশে সেনাবাহিনী পাশে থাকবে বলে জানান তিনি।
সেনাবাহিনীর বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এ ক্যাম্পে দুর্গম এলাকার শতাধিক মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়। সেবা নিতে আসা রোগীরা সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় রাঙামাটি জোনের মেজর মিনহাজুল আবেদিন, গাইনী স্পেশালিস্ট ডা: মেজর জান্নাতুল নাঈম, মেডিকেল অফিসার ডা: ক্যাপ্টেন নাহিদা আক্তার, ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মন্টু রঞ্জন চাকমা, হারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চাকমা উপস্থিত ছিলেন।