যশোরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত !
যশোরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের ঐতিহাসিক টাউন হল মাঠে জাকের পার্টি যশোর পৌর শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় জাকের পার্টি যশোর জেলার সভাপতি হাজী মোঃ মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয়, বিভাগ, জেলার নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, "ওলী আওলিয়াগনের মাধ্যমে এই মাটিতে ইসলাম এসেছে, ইসলাম আপনাদের শিখিয়েছে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি। সেই অন্তর্ভুক্তিমুলক ইসলাম যেখানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান। আজ আমাদের প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি। স্বাধীনতার ৫৪ বছরে যে ভ্রাতৃত্ব, নিরাপত্তা ও সুখ হারিয়ে গেছে-তা ফিরিয়ে আনার সময় এসেছে। বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সেই সুদিন ফিরিয়ে আনতে চায়। "