কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে বড়গ্রাম মাতব্বর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোর ৫টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। একই ভোরে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ওয়ার্কশপ কর্মচারীও আহত হয়েছেন।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, রকি হত্যার তদন্ত চলছে। প্রাথমিক তথ্যে দেখা গেছে, রকি মাদকাসক্ত ছিলেন এবং এলাকার দুর্বৃত্তদের সঙ্গে তার ওঠাবসা ছিল। তিনি পুলিশের সোর্স ছিলেন না, তবে সোর্স পরিচয়ে কাউকে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে থাকতে পারে। পাঁচ থেকে ছয়জনের নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাটি নিয়ে একটি মামলা করার প্রস্তুতিও চলছে।
পুলিশের অন্য সূত্র বলছে, রকি বড়গ্রামে মামার বাড়িতে থাকতেন এবং কেরানীগঞ্জের একটি মুদি দোকানে কাজ করতেন। সোমবার রাত পৌনে ৪টার দিকে মাতব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির কাছে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। উদ্ধারকারী রানা জানান, রকি বাসায় ফেরার সময় ওই এলাকায় দুই পক্ষের সংঘর্ষ চলছিল। পরিস্থিতি এড়াতে দৌড় দিলে অজ্ঞাত একজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, রকির দুই ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে সঠিক কারণ জানা যাবে। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী, বাবা আবু সাঈদ।
নিহতের বাবা হাসপাতালে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন। পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে রকির এক বন্ধুর সম্পৃক্ততার তথ্য মিলেছে, কিন্তু তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর হামলায় এক ব্যক্তি আহত
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক ওয়ার্কশপ কর্মচারী গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোরে বধূয়া কমিউনিটি সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। পরে সকাল ৬টার দিকে তাঁকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জাকির ফরিদপুর সদরের ফতেপুর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। সায়েদাবাদ জনপদ মোড়ের চাঁদপুর ভিলায় ভাড়া থাকেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মোক্তার জানান, পথচলার সময় দুই ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ডান পা ও পিঠে আঘাত করে। পরে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঢামেক ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, জাকিরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।