বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন।
সোমবার (১৬ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রবিউল ইসলাম। তিনি স্থানীয় জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। সংঘর্ষে গুরুতর আহত অপর আটজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামিক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও নিহত রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবামিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওজ্কিুল ইসলাম জানান, শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে একটি শক্ষ্ম মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া নিয়ে গ্রুপের জেরে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যাকাণ্ডে রূপ নেয়।