বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন!
বাগেরহাটে, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার মধ্য ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি পুনরায় একই স্থানে শেষ হয়। পরে জেলা সমবায় কর্মকর্তা এস এস আনিসুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুমিনুর রহমান।
এসময় অণ্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মো: ইয়ামিন আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ আদনান জুলফিকার, সমবায়ী আবুল কালাম আজাদ বুলু, হাসিবুর রহমান প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায়, সমবায়ের গুরুত্ব ও সমবায়ের নামে অবৈধ ব্যাংকিং ব্যবসার কুফল আলোচনা করা হয়। দিবসটির এবারের প্রতিপাত্য ছিল সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।