যশোরে ভূয়া নার্স সন্দেহে এক নারী আটকের পর মুচলেকা দিয়ে মুক্ত
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুয়া ইন্টার্নি নার্স সন্দেহে এক নারীকে আটক করা হয়। পরে হাসপাতালের তত্বাবধায়ক মুছলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এঘটনা ঘটে। আটক নারী বাগেরহাট জেলার সদর উপজেলার কার্ত্তিক দিয়া গ্রামের জাহিদ মল্লিকের মেয়ে নীলা মল্লিক।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে হাসপাতালের অভ্যন্তরে জরুরী বিভাগে নীলা মল্লিক ঘুরাঘুরি করছিলেন। এসময় একজন চিকিৎসকের সন্দেহ হলে তিনি পুলিশ বক্সে খবর দেন। পরে ওই নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হুসাইন শাফায়াত জানান, তাকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছিলো। তবে তিনি কাউকে সেবা দিচ্ছিলেন এমনটা না। খোঁজ নিয়ে জানা যায়, ওই নারী মনিরামপুরে একটি ক্লিনিকে চাকুরী করেন। হাসপাতালে রোগীর সাথে এসেছিলেন।
তিনি আরও বলেন, "যেহেতু ওই নারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত না। তাই মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। "