স্বর্ণময়ীর আত্মহত্যার প্ররোচনায় দায়ীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
নারী সংবাদ কর্মী স্বর্ণময়ীর আত্মহত্যা প্ররোচনায় দায়ীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংস্কৃতি কর্মী শাহিনুর আলম লিটন, সমাজকর্মী গাউস গোর্কি, রওশন আরা লিনা, আব্দুল্লাহ ওরফে রেল আব্দুল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা ঢাকা স্ট্রীমের নারী সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যায় যারা প্ররোচনা দিয়েছে তাদের দ্রুত শাস্তির দাবী জানান। পাশাপাশি কর্মস্থলে নারীদের নিরাপত্তা দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।