কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান!
"শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক" এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ আমজাদ। আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: মশিউর রহমান, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ। মোছা রোকেয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, সুফিয়া খাতুন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী ।
জাপানী নারী হিরেকো কোবাইসির সহযোগিতায় ২০০৩ সাল থেকে কালীগঞ্জের ৫০জন গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীকে এই শিক্ষাবত্তি প্রদান করা হয়। অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত জনপ্রতি মাসিক ৪০০ টাকা, এবং একাদশ থেকে মাষ্টার্স পর্যন্ত জনপ্রতি মাসি ৫০০ টাকা করে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়।