কর্মী সভায় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সিপিবির ঐক্যের আহ্বান!
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাকলজোড়া ইউনিয়নের সকল শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
সভায় বক্তারা বলেন, "বর্তমান সমাজব্যবস্থায় ধনী-গরিব বৈষম্য দিন দিন বেড়ে চলেছে। কৃষক-শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, আর পুঁজিবাদী শোষক শ্রেণি আরও শক্তিশালী হচ্ছে। এ অবস্থায় সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। " বক্তারা আরও বলেন, "দেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও বেকারত্বের অবসান ঘটাতে হলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প নেই। "
তারা তরুণ প্রজন্মকে আদর্শভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আজকের যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সংগঠিত করে কমিউনিস্ট আন্দোলনকে আরও বেগবান করতে হবে। "
সভায় সভাপতিত্ব করেন সিপিবি বাকলজোড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন নেত্রকোণা জেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা হীরা।
এ সময় আরো বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাভাউতা-শ্রীরামখিলা শাখা, দুর্গাপুর,নেত্রকোণা।