বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু!
বাগেরহাটের ফকিরহাটে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে খুলনা-মোংলা রেল লাইনের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকার ১৮ নম্বর রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এস এম মনির আহমেদ বলেন, "১৮ নম্বর রেল সেতুর পাশে নিয়াম মিনাসহ চারজন লোক দাড়িয়ে ছিলেন। ট্রেন আসলে তিনজন পাশে নেমে যায়। আর নিয়াম দৌড়ে সেতু পাড় হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সেতু পাড় হওয়ার আগেই ট্রেনের নিচে পড়ে যায় তিনি। এতে ঘটনাস্থলেই নিয়ামের মৃত্যু হয়। "
তিনি আরও বলেন, "আইনগত প্রক্রিয়া শেষে নিয়ামের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত করা হয়নি।"