জীবননগরে শিক্ষাঙ্গনে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধে মতবিনিময় সভা!
চুয়াডাঙ্গার জীবননগরে শিক্ষাঙ্গনে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার বন্ধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।
সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউল হক। স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল আলীম সজল ও জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, "উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো রেজুলেশনের ফলে বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। " তারা আরও বলেন, "ইউএনও যদি মাঝে মধ্যে সরেজমিন তদারকি করেন, তাহলে এসব উদ্যোগ আরও কার্যকর হবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, “আপনাদের দাবিগুলো যৌক্তিক। আমরা তা বাস্তবায়নে উদ্যোগ নেব। অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক বাড়াতে হবে এবং নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করতে হবে।”