যশোরে কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি ওলামা-মাশায়েখদের!
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কুরআনুল কারীম অবমাননার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যশোর জেলা শাখা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা, মাদ্রাসা শিক্ষক, ইসলামী চিন্তাবিদ, ছাত্র ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুরআন মুসলমানদের প্রাণ ও হৃদয়ের কেন্দ্রবিন্দু। এর অবমাননা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। ইসলাম ও মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই জঘন্য অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে কুরআন অবমাননা বা ইসলামবিরোধী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
বক্তারা প্রশাসনের কাছে দ্রুত অপূর্ব পালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানার সভাপতি আলহাজ্ব মতিন বিশ্বাস, সেক্রেটারি মুফতী ওসমান গনী হাবিবী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি গাজী মোঃ সহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন ও সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমানসহ বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।