আশুলিয়ায় কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তা চায় যুবক
আশুলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় যুবক রবিন হোসেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে রবিন হোসেন সাংবাদিকদের জানান, জামগড়া এলাকায় ইয়ার হোসেন ও তার বাহিনী মাদক ব্যবসা, ছিনতাই এবং দোকানপাটে ভাঙচুরসহ নানা অপকর্ম চালাচ্ছে। প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং একাধিকবার বাড়িতে হামলাও চালানো হয়েছে।
তিনি জানান, থানায় অভিযোগ করেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।