আশুলিয়ায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমানঅস্ত্র এবং মাদক সহ ৭জনকে গ্রেফতার করেছেন সেনাবাহিনী
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বেশ কয়েকটি স্থানে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। অদ্য ৩০ অক্টোবর রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় আকস্মিকভাবে পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া যায়। যা সম্পূর্ণ এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে।
উক্ত ঘটনার খবর জামগড়া আর্মি ক্যাম্পে জানানো হলে, জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল অতি দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর নিকট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট চারজনকে গ্রেফতার করে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা।
এসময় তাদের দেয়া তথ্যমতে, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩০৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাজা, বিদেশী মদ এবং দেশীয় অস্ত্র সহ বিপুল পরিমান পিস্তল এবং সট গানের কার্তুজ সহ ওয়াকিটকি ও উদ্ধার করা হয়।
সেই সাথে রিকর্ডযুক্ত ১৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও আরও একটি পৃথক অভিযানে আশুলিয়ার চিত্রশ্যাইল রাজা বাদশা এলাকা থেকে বিদেশী পিস্তল এবং মাদক সহ ৩ জনকে গ্রেফতার করে সেনাবাহিনীর সদস্যরা।
পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।