যশোরে বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম নয়নের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল!
যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
অনুষ্ঠানে শহিদুল ইসলাম নয়নের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দলীয় নেতাকর্মীরা তার অবদানের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।
বক্তারা শহিদুল ইসলাম নয়নকে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে উল্লেখ করে তার আদর্শ ও ত্যাগকে অনুসরণের আহ্বান জানান।