ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে : পূজা মণ্ডপে ডা.দিবালোক সিংহ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। গতকাল বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌর শহরের মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাংলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। সাম্প্রদায়িকতার বিষবাষ্প রুখে দিয়ে এ উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপুর-কলমাকান্দায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করায় প্রশাসনকে ধন্যবাদ জানান।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন,আমরা চাই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ে উঠুক। বিগত ২৪ গণঅভ্যুত্থানের মর্মবাণীও ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই আন্দোলনে প্রায় ৯০০ মানুষ শহীদ হয়েছেন এবং ২০ হাজারেরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা চাই সাংবিধানিকভাবে সব ধর্মের মানুষ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসীরা তাদের ধর্মীয় অধিকার ভোগ ও পালন করতে। এ অধিকার যাতে কখনো বিকৃত না হয়, সেটিই আমাদের প্রত্যাশা।
পরিদর্শনের সময় তিনি বিভিন্ন মণ্ডপের প্রতিমা নির্মাণ, আলোকসজ্জা ও সার্বিক আয়োজন পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, একজন জাতীয় পর্যায়ের নেতা হয়েও ডা. দিবালোক সিংহ সবসময় স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন, যা তাদের অনুপ্রাণিত করে।
পূজা মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামসহ সিপিবি, যুব ইউনিয়ন, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।