চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামী’র ৫-দফা দাবিতে স্মারকলিপি প্রদান!
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার ৫-দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, গণভোট আয়োজন, জাতীয় পার্টি নিষিদ্ধ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন পরিচালনার দাবি জানানো হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়। এ সময় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের দাবিসমূহের স্লোগান ও বক্তব্য তুলে ধরেন।
জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণ-অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় অনুযায়ী গঠিত অন্তর্বর্তী সরকার দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছে। জামায়াতে ইসলামী দাবি করছে, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানের লক্ষ্য ব্যর্থ হতে পারে।
স্মারকলিপিতে উত্থাপিত ৫-দফা দাবিসমূহ হলো:
১. জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন।
২. নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।
র্যালি ও স্মারকলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, শফিকুল ইসলাম বকুল, দারুস সালাম, হাসিবুল ইসলাম, সাগর, আমিরুল ইসলাম সহ অঙ্গসংগঠনের হাজার নেতাকর্মী।