শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত!
ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
নানা আয়োজনের মধ্যে দিয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরস্থ গোপাল জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহামুদুর রহমান ।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহামুদুর রহসান, জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মোঃ মমিনুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়েদুল আলম, জেলা বিএন পির সদস্য সচিব এবি এম মামুনুর রশিদ পলাশ, সাবেক জেলা ছাত্রদল সভাপতি সৈকত, জেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত দে সহ জেলা পূজা উদযাপন ফন্টের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে রঙবেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং প্রতীকী পূজামণ্ডপের সাজে শিশু ও পুণ্যার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে ৮ শতাব্দী দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলায় এবার ১৭২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।