ভারতে পালানোর সময় দর্শনা চেকপোস্টে ঢাকা গুলশানের আজিজুর রহমান গ্রেফতার!
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ কয়েকটি থানায় একাধিক মামলার আসামি আজিজুর রহমান ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল তিনটায় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আজিজুর রহমান ঢাকার গুলশানের বাসিন্দা।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা এএস়ই তারেক জানান, আজিজুর রহমানের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি অভিযুক্ত।
গ্রেফতারকৃত আজিজুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর এলাকার মতিউর রহমানের ছেলে।
আইনি প্রক্রিয়া শেষে আজিজুর রহমানকে দর্শনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান আজিজুর রহমান (৫২), পাসপোর্ট নম্বর A-09047932), দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসায় ভারতে গমনের জন্য আসে।
তার নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাশকতার মামলা রয়েছে (মামলা নং-১০(০৯)২৫) যা, ডিবি তেজগাঁও জোন কর্তৃক নিশ্চিত করেছে।